বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত খেলোয়াড়দের এমন মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তার মতে, এমন আসরে খেলোয়াড়রাই সবচেয়ে বেশি চাপ ও ঝুঁকির মুখে থাকেন। তাই তাদের মতামত গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া দরকার।
দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, বিশ্বকাপের মতো ইভেন্ট সবার জন্যই রোমাঞ্চের। তবে বিশেষ করে খেলোয়াড়দের জন্য। সব জায়গায় খেলোয়াড়রাই সবচেয়ে বেশি সাফার করে। সে কারণে সিদ্ধান্ত নেওয়ার আগে খেলোয়াড়দের কথা চিন্তা করা, তাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
সাম্প্রতিক সময়ে মোস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএল ও বিসিসিআইয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন সাকিব।
বড় অঙ্কে নিলামে দল পাওয়ার পরও খেলতে না পারা একজন ক্রিকেটারের জন্য কতটা হতাশার, সেটিও তুলে ধরেন তিনি।
সাকিবের মতে, যদিও আইপিএল একটি ঘরোয়া টুর্নামেন্ট এবং আয়োজকদের এখতিয়ারেই সব সিদ্ধান্ত নেওয়া হয়, তবুও মানবিক ও পেশাদার দৃষ্টিভঙ্গি থাকলে অনেক পরিস্থিতিই আরও ভালোভাবে সামাল দেওয়া সম্ভব।
তিনি বলেন, আইপিএলের মতো টুর্নামেন্টে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার আয়োজকদের। সেখানে আইসিসি বা অন্য বোর্ডের কিছু করার থাকে না। কিন্তু তারপরও আমি মনে করি, কিছু বিষয় আরও সুন্দরভাবে হ্যান্ডেল করা যেত।
খেলোয়াড়দের মানসিক চাপ, প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত হওয়া উচিত বলেও মনে করেন সাকিব। তার মতে, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত এলে সেটি খেলোয়াড় ও টুর্নামেন্ট দুটোর জন্যই ইতিবাচক হয়।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :