২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রতিদিন পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে। ২১ এপ্রিল বাংলা ১ম পত্র দিয়ে পরীক্ষা শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২০ মে পর্যন্ত।
মাদ্রাসার দাখিল ও কারিগরি (ভোকেশনাল) এসএসসি পরীক্ষার সময়সূচি একইভাবে নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষা ৭ থেকে ১৪ জুন এর মধ্যে সম্পন্ন করতে হবে।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে পৌঁছানো আবশ্যক।
২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে।
৩. প্রথমে বহুনির্বাচনি, এরপর সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে, দুটি পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
৪. প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে।
৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান, খেলাধুলা ও ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর নম্বর ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে।
৬. উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে পূরণ করতে হবে; উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. সৃজনশীল/রচনামূলক, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে উত্তীর্ণ হতে হবে।
৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয় এর পরীক্ষা দিতে পারবেন।
৯. প্রবেশপত্র পরীক্ষা শুরুর সাত দিন আগে বিতরণ নিশ্চিত করতে হবে; কোনো জটিলতার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান দায়ী হবেন।
১০. অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন পরীক্ষা কেন্দ্রে আনতে পারবেন না।
১২. সকল পরীক্ষায় একই উপস্থিতি পত্র ব্যবহার করা হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১৪. ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া ও সময় শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ও দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হবে।
একুশে সংবাদ/এ.জে


আপনার মতামত লিখুন :