ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ ১৪৩২

ফরিদপুরে ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত

জেলা প্রতিনিধি, ফরিদপুর | জানুয়ারি ১৬, ২০২৬, ০৭:৩৫ পিএম ফরিদপুরে ভাটি  কানাইপুরে ডাকাতি সংঘটিত

ফরিদপুরে ভাটি  কানাইপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। জানা গেছে বৃহস্প্রতিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে  কোতোয়ালি থানাধীন পশ্চিম ভাটি কানাইপুর  গ্রামে আব্দুল আলী বেপারী সাং পশ্চিম ভাটিকানাইপুর থানা- কোতোয়ালী  এর টিনশেড বিল্ডিং এর বসত ঘরের বারান্দার গ্রিলের হ্যাজবোলের তালা ঝোলানোর  কড়া ভেঙ্গে   চারজন ডাকাত ঘরে প্রবেশ করে। ডাকাতেরা  ঘরে প্রবেশ করার পর বাড়ির মালিক আব্দুল আলী বেপারীকে ঘুম থেকে ডেকে উঠায়।

তাকে ভয় ভীতি দেখিয়ে তার ঘরে থাকা টেবিলের ড্রয়ার ভেঙ্গে নগদ ২,০০,০০০/- টাকা ও স্টিলের আলমারি ভেঙ্গে বিভিন্ন প্রকার স্বর্ণের গহনা যার ওজন  অনুমান ৫ ভরি নিয়ে নেয়। আব্দুল আলীকে  অজ্ঞান করার জন্য চেতনা নাশক  স্প্রে ব্যবহার করে। ঘরে থাকা সকল লোককে জিম্মি করে ফেলে, দুষ্কৃতিকারীরা  আব্দুল আলী ব্যাপারীর বৃদ্ধ মায়ের কানের দুল জোরপূর্বক  ছিনিয়ে নেয়। এবং হুমকি দিয়ে বলে  ভয় দেখায় যে, তাদের ঘরের চারপাশে তাদের কয়েকজন লোক বাইরে ঘিরে দাঁড়িয়ে আছে  তাদের  সকলের মাথা ও মুখে মাফলার দিয়ে পেঁচানো  ছিল। তারা অনুমান ২০ -২৫ মিনিট সময় ঘরে অবস্থান করে।

বাড়ির মালিক আব্দুল আলী বেপারীকে চেতনা নাশক দ্রব্য দিয়ে স্প্রে করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  খবর পেয়ে  কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Side banner
Link copied!