অবশেষে কাটল অনিশ্চয়তা। সব ধরনের স্থগিতাদেশ প্রত্যাহার করে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার থেকেই মাঠে ফিরছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু।
তিনি জানান, ১৫ জানুয়ারি যেসব ম্যাচ মাঠে গড়ায়নি, সেগুলো পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী ১৬ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।
জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুনসহ শীর্ষস্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর বিপিএল পুনরায় শুরুর সিদ্ধান্তের কথা জানান মিঠু। বৈঠকে ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করেই টুর্নামেন্ট চালুর ঘোষণা দেওয়া হয়।
পরিবর্তিত সূচি
১৬ জানুয়ারি: চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস এবং রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স।
১৭ জানুয়ারি: ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস।
১৮ জানুয়ারি: নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে।
এদিকে বিসিবি জানিয়েছে, ১৫ জানুয়ারির ম্যাচগুলোর জন্য কেনা টিকিট দিয়েই দর্শকরা ১৬ জানুয়ারির খেলা উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ক্রিকেটাররা বিপিএল বয়কটের ঘোষণা দেন।
পরিস্থিতি সামাল দিতে বিসিবি সাময়িকভাবে টুর্নামেন্ট স্থগিত করলেও পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছায় দুই পক্ষ। সব জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত ফের মাঠে ফিরছে বিপিএল, স্বস্তি ফিরেছে ক্রিকেটপ্রেমীদের মাঝেও।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :