ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ ১৪৩২

জামায়াত-এনসিপি-এলডিপি-এবি পার্টি কে কত আসনে লড়বে?

নিজস্ব প্রতিবেদক | জানুয়ারি ১৬, ২০২৬, ১২:১০ পিএম জামায়াত-এনসিপি-এলডিপি-এবি পার্টি কে কত আসনে লড়বে?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ থেকে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে প্রার্থী দিয়ে লড়াই করবে। আর জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রার্থী দেবে ৩০টি আসনে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি ৭টি, আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি ৩, নেজামে ইসলাম ২টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসনে প্রার্থী দেবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জোটের এই প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

সংবাদ সম্মেলনে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ ছাড়া বাকি ১০টি দলের নেতারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ ১০টি দলের শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয় ১০টি দলের পক্ষ থেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সমঝোতার পর বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!