চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর মিরপুর তালুকদার বাড়ির সামনে অবস্থিত দোকানপাটগুলোতে এক ব্যতিক্রমী চিত্র লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন নামাজের সময় আযান দেওয়ার সঙ্গে সঙ্গেই দোকানিরা স্বেচ্ছায় ব্যবসা বন্ধ করে মসজিদে চলে যান। একই সঙ্গে দোকানে অবস্থান করা ক্রেতা ও সাধারণ মানুষও নামাজ আদায়ে অংশ নিতে মসজিদমুখী হন।
সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কোলাহলে মুখরিত এই স্থানটি দেখতে ছোট একটি গ্রামীণ বাজারের মতো। তবে নামাজের সময় এ বাজারে নেমে আসে এক অনন্য শান্ত পরিবেশ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই এ নিয়ম চলে আসছে এবং এতে কেউ কোনো অসুবিধা বোধ করেন না।
স্থানীয়রা জানান, নিয়মিত নামাজ আদায়ের ফলে মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন এসেছে। এতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, শৃঙ্খলা ও সামাজিক শান্তি বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে।
এলাকাবাসীর মতে, ধর্মীয় অনুশাসনের প্রতি এই সচেতনতা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং অন্যান্য এলাকার জন্যও এটি হতে পারে একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :