ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ ১৪৩২

শোকজের জবাব না দিলে নাজমুলের বিরুদ্ধে যে ‘অ্যাকশন’ নেবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক | জানুয়ারি ১৬, ২০২৬, ১২:৫২ পিএম শোকজের জবাব না দিলে নাজমুলের বিরুদ্ধে যে ‘অ্যাকশন’ নেবে বিসিবি

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে উত্তাল ছিল ক্রীড়াঙ্গন। প্রথমবারের মতো স্থগিত ঘোষণা করা হয় বিপিএলও। তবে পরে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আসে।

বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও নাজমুলের কোনো সাড়া পাওয়া যায়নি।

৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল শোকজের জবাব না দিলে কী ‘অ্যাকশন’ নেওয়া হবে, তা জানিয়েছেন মিঠু।

তিনি বলেন, ‘তাকে অর্থ কমিটির চেয়ারম্যান থেকে অপসারণ করা হয়েছে। আমরা তো গঠনতন্ত্রের অধীনে চলি। প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে। এজন্য সময় দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টা। সেই সময়সীমা ১৭ জানুয়ারি দুপুরে শেষ হবে।’

নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বিসিবির পরবর্তী করণীয় কী হবে তা-ও জানিয়েছেন বিসিবির এই পরিচালক, এরপর এটা ডিসিপ্লিনারি কমিটিতে যাবে। একদম গঠনতন্ত্রে লেখা আছে। ডিসিপ্লিনারি কমিটি তাদের প্রক্রিয়ায় এগোবে। জবাব না দিলে, তার মানে আপনি জানেন… আদালতে যদি মামলা করা হয়, আপনি যদি হাজিরা না দেন, এটার ফল তো আমার ব্যাখ্যা করার দরকার নেই।

ইফতেখার রহমান মিঠু তার বক্তব্য দ্বারা সরাসরি না বললেও বুঝিয়েছেন বিসিবির পরিচালক পদ থেকেও অপসারণ হতে পারেন নাজমুল ইসলাম।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!