ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২
টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশকে নিয়ে যে বিকল্প ভাবছে আইসিসি

ক্রীড়া প্রতিবেদক | জানুয়ারি ১২, ২০২৬, ১২:১৫ পিএম বাংলাদেশকে নিয়ে যে বিকল্প ভাবছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ-ভারত ইস্যু উত্তেজনা ছড়িয়েই যাচ্ছে। এর মধ্যে জানা গেছে বিসিবির দেওয়া ভেন্যু পরিবর্তনের আবেদনের জবাব খুব শিগগিরই দিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সূত্রে জানা গেছে, আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই বিসিবির আবেদনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসির কাছে আবেদন করে।

কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের পরামর্শে ছেড়ে দেওয়ার ঘটনার পরই এই আবেদন করে বিসিবি।

তবে আইসিসি বিসিবির এই অনুরোধ গ্রহণ নাও করতে পারে বলে আভাস মিলেছে। পরিবর্তে ভারতের মধ্যেই বিকল্প ভেন্যু হিসেবে চেন্নাই ও তিরুবনন্তপুরমের নাম প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

এর আগে চেন্নাই ভেন্যু নিয়েও আপত্তি জানিয়েছিল বিসিবি। সিলেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, এই বিষয়ে বোর্ড এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে না এবং সরকারকে সঙ্গে নিয়েই অবস্থান ঠিক করা হচ্ছে।

আমিনুল ইসলাম বলেন, আপনারা জানেন, বিশ্বকাপ নিয়ে আমরা একা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। সরকারের সঙ্গে আলোচনা করেই আমরা এগোচ্ছি। আমাদের অবস্থান এখনও আগের জায়গাতেই রয়েছে।

এদিকে বাংলাদেশ সরকারও নিরাপত্তা ইস্যুতে ভারত সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রত্যাশা করছে বলে জানা গেছে।

এই বিতর্কের মধ্যেই উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও শরফুদ্দৌলা সৈকত ও গাজী সোহেলকে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে।

আইসিসি তাদের জবাবে এই উদাহরণ তুলে ধরে নিরাপত্তা শঙ্কার যুক্তি খণ্ডন করতে পারে বলেও ধারণা করা হচ্ছে এবং বাংলাদেশ দলকে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনুরোধ জানাতে পারে।

বিশ্বকাপ শুরু হতে এখনো চার সপ্তাহেরও কম সময় বাকি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অংশগ্রহণকারী দলগুলো অনুশীলনের জন্য স্বাগতিক দেশে পৌঁছাতে শুরু করবে। ফলে এই ভেন্যু জট দ্রুত সমাধান করতে আগ্রহী আইসিসি। গত কয়েক দিন ধরে শিরোনামে থাকা এই ইস্যুতে দ্রুতই একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!