চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহনগর দীঘিরপাড় এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হঠাৎ করে কয়েকজন সশস্ত্র ব্যক্তি জামালকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় গুলিবিদ্ধ অপর ব্যক্তির নাম নাছির। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহত জামাল উদ্দিন, যিনি এলাকায় ‘ছোট জামাল’ নামে পরিচিত, এবং আহত নাছির—দুজনই শাহনগর এলাকার বাসিন্দা। তবে হামলার পেছনের কারণ এবং জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
লেলাং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের অন্ধকারে বহিরাগত কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত এসে জামালকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে একজন নিহত ও একজন আহত হন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হওয়ার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :