ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

অমর একুশে বইমেলা স্থগিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৮:৪০ পিএম অমর একুশে বইমেলা স্থগিত ঘোষণা

বাংলা একাডেমি অমর একুশে বইমেলা স্থগিত করার ঘোষণা দিয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫-এর সিদ্ধান্ত অনুযায়ী, “অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজন করতে হবে”। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের মতামতের ভিত্তিতে ২০২৬ সালের জন্য নির্ধারিত বইমেলার তারিখ স্থগিত করা হয়েছে।

প্রকাশক ও অংশগ্রহণকারীদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।

এর আগে, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন থাকায়, ২০২৬ সালের বইমেলা ২০২৫ সালের ১৭ ডিসেম্বর আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!