ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি অনেকটাই এগিয়ে এসেছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০১:২৫ পিএম সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি অনেকটাই এগিয়ে এসেছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি অনেকটাই সম্পন্ন হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপে তিনি বলেন, “ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে। নারী ভোটার ব্যবধান কমানো হয়েছে। ৯টি আইন সংশোধন করা হয়েছে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি যথেষ্ট এগিয়ে নিয়েছি।”

সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসির জ্যেষ্ঠ সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সুশীল সমাজ ও বুদ্ধিজীবীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাশেদা কে চৌধুরী, অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ, রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ সংস্কার কমিশনের সদস্য মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান।

সিইসি বলেন, “সংস্কার কমিশনের আলোচনায় অনেক বিষয় সমাধান হয়েছে। যেসব ফাঁক আছে, তা আজ সংলাপে পূরণ হবে। পোস্টাল ব্যালটের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রায় ১০ লাখ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, যারা ভোট দিতে পারছেন না। এবার সবার ভোটের ব্যবস্থা করা হবে, এমনকি হাজতে থাকা ভোটারদেরও।”

তিনি আরও বলেন, “আমরা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা যেসব পরামর্শ দেবেন, তা আমাদের পথচলায় সহায়ক হবে।”

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানান, সংলাপটি দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলেছে। আগামী অক্টোবরের মাঝামাঝি, পূজার ছুটি শেষে, রাজনৈতিক দল, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারীনেত্রী ও জুলাইযোদ্ধাসহ অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫২টি। আদালতের সাম্প্রতিক আদেশে জামায়াতের নিবন্ধন ফিরে এসেছে, পাশাপাশি বাংলাদেশ লেবার পার্টি নতুন দল হিসেবে নিবন্ধন পেয়েছে। নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচনের ভোট অনুষ্ঠানের জন্য কাজ করছে, আর তফসিল ঘোষণা হতে পারে ডিসেম্বরের প্রথমার্ধে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!