ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন নিহত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর বার্তা

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি | সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৮:৩৩ পিএম খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন নিহত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর বার্তা

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মেজরসহ ১৩ সেনা সদস্য, গুইমারা থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা এবং আরও অনেকে।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় গভীর দুঃখ প্রকাশ করে জানিয়েছে, হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে শান্ত থাকার জন্যও অনুরোধ করা হয়েছে।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!