‘পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরপর একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয়, যেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। র্যালীতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি এম সাইফুল মাবুদ, সদস্য এনএম শাহজালাল, নাসরিন ইসলামসহ অন্যান্য অতিথি।
বক্তারা বলেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট তথ্য দ্রুত, নির্ভরযোগ্য ও স্বচ্ছভাবে পাওয়ার অধিকার নিশ্চিত করতে অবিলম্বে স্বাধীন তথ্য কমিশন গঠনের প্রয়োজন। এছাড়াও তারা দাবি জানান, তথ্য প্রকাশ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা হোক।
অনুষ্ঠানে পরিবেশ সংক্রান্ত তথ্যের সহজলভ্যতা এবং ডিজিটাল যুগে তথ্যের স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করা হয়।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :