বাংলাদেশের ঢালিউড সুপারস্টার শাকিব খান ঢাকাই চলচ্চিত্রে তার ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করলেন। দীর্ঘ এ পথচলায় বাংলা সিনেমায় অসামান্য অবদান ও জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবে তাকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা ‘সিলভার জুবিলি অফ এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড’।
এই সম্মাননা দিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। গত ৭ সেপ্টেম্বর আয়োজিত ‘ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’-এ এই পুরস্কার ঘোষণা করা হলেও যুক্তরাষ্ট্র সফরে থাকায় শাকিব খান সে সময় উপস্থিত থাকতে পারেননি।
সম্প্রতি দেশে ফিরে দ্য ডেইলি স্টারের কার্যালয়ে গিয়ে তিনি ব্যক্তিগতভাবে পুরস্কার গ্রহণ করেন।
সম্মাননা হাতে পেয়ে আবেগঘন প্রতিক্রিয়ায় শাকিব খান বলেন,
“চলচ্চিত্রে আমার রজতজয়ন্তী উপলক্ষে এই সম্মাননা আমাকে আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়া আমার স্বপ্ন। আমার প্রিয় দর্শকরা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না। দ্য ডেইলি স্টারকে আন্তরিক ধন্যবাদ।”
বাংলা সিনেমার ইতিহাসে শাকিব খানের এ যাত্রা এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :