রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ দলের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে দেশের তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা জানান।
বৈঠক শেষে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ইইউ প্রতিনিধি দল জামায়াত আমিরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও স্বচ্ছ আলোচনায় অংশ নিয়েছেন। তারা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক দল ও অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময়ই তাদের সফরের মূল লক্ষ্য। তারা ৬৪টি জেলায় পর্যবেক্ষণ কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছেন এবং প্রত্যেক জেলায় একজন করে প্রতিনিধি পাঠাবেন।’
ডা. শফিকুর রহমান বৈঠকে বলেন, নির্বাচন পর্যবেক্ষণ ছাড়াও একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ইইউ’র প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন।
এ সময় ইউরোপীয় প্রতিনিধি দল প্রবাসীদের ভোটাধিকার এবং ভোট প্রক্রিয়া সম্পর্কে জানতে চায়। জামায়াত আমির জানান, ‘জামায়াতই প্রথম এক কোটি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিত করার দাবি তুলেছে।’ ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার কার্যক্রম শুরু করেছে।
ইউরোপীয় ইউনিয়নের প্রশ্নের জবাবে জামায়াত আমির দেশ পরিচালনায় তিনটি মূল অগ্রাধিকার তুলে ধরেন:
শিক্ষাব্যবস্থা সংস্কার: নাগরিকদের নৈতিক, উৎপাদনমুখী, টেকনিক্যাল, দক্ষতা-ভিত্তিক ও মানবিক যোগ্যতা অনুযায়ী শিক্ষিত করার জন্য শিক্ষাব্যবস্থা উন্নত করা হবে।
দুর্নীতি প্রতিরোধ: সমাজের সর্বস্তরে প্রোথিত দুর্নীতি দূর করতে এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা হবে।
সামাজিক ন্যায়বিচার: সমাজে সামাজিক ন্যায়বিচারের অভাব দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বিগত ১৫ বছরে সরকারী অব্যবস্থার কারণে মানুষের বঞ্চনা ও রাজনৈতিক দলের ওপর দমন তুলে ধরেন।
জামায়াত জানায়, তারা আগামী ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, তবে নির্বাচন অবশ্যই ফ্রি, ফেয়ার ও গ্রহণযোগ্য হতে হবে।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষণ বিশেষজ্ঞ মেটে বাক্কেন, ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড বাইবা জারি উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং পররাষ্ট্র উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :