ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২১, ২০২৫, ০১:১৮ পিএম বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ২০১৬ সালে চুরি হওয়া একটি অংশ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) আদালতের নির্দেশে এই অর্থ বাজেয়াপ্ত করেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “আদালতের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া প্রায় ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবি ব্যাংক থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নির্ধারণের জন্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন।”

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে ৮ কোটি ১০ লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয় এবং এর একটি বড় অংশ ক্যাসিনো খাতে পাচার হয়।

এ নিয়ে সিআইডি জানিয়েছে, বাজেয়াপ্ত অর্থ ফেরত আনার এবং দুর্নীতি দমন সংক্রান্ত পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!