পুঁজিবাজারকে স্থায়ী আয়ের উৎস হিসেবে ব্যবহার করা ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, “পুঁজিবাজার থেকে সবসময় মুনাফাই হবে—এমনটা ভেবে বসা ভুল। সুকুক বন্ড বেসরকারি খাতে হলে ভালো, তখনই প্রকৃত লাভজনক খাতে বিনিয়োগ প্রবাহিত হবে।”
পদ্মা সেতু প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “ব্যারিস্টার নাজমুল হুদা যখন যোগাযোগ মন্ত্রী ছিলেন তখন থেকেই এ সেতু নিয়ে আলোচনা শুরু। তখনও আমি বলেছিলাম, এত বড় অবকাঠামোর জন্য বিশ্বব্যাংকের ঋণ নেওয়ার প্রয়োজন নেই। শেয়ারবাজার থেকেই এ ধরনের মেগা প্রকল্পের অর্থ জোগাড় করা সম্ভব।”
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :