নওগাঁর মান্দায় জুলাই "শহিদ" রাসেলের কবর জিয়ারতের মধ্য দিয়ে মান্দা উপজেলায় এনসিপির রাজনৈতিক সাংগঠনিক কর্মকান্ডের উদ্বোধন করলেন ইঞ্জিনিয়ার আবদুল হামিদ।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লিডারশীপ বিষয়ে শিক্ষালাভ করা এনসিপির এই নেতা বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে কশব ইউনিয়নের ভোলাগাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ রাসেলের কবর জিয়ারত শেষে সেলিম হোসেনের সঞ্চালনায় একটি পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুল হামিদ এনসিপির রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন।
বক্তব্যে তিনি আরও বলেন আমি মানুষের জন্য আধুনিক তথ্য-প্রযুক্তিসমৃদ্ধ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মান্দার গতানুগতিক রাজনৈতিক পরিবর্তনে কাজ করে যেতে চাই। বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সমাধান এবং সবার জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য ও দুর্নীতিমুক্ত স্থানীয় প্রশাসন গড়ে তুলতে ভুমিকা রাখতে চাই।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি শহীদ রাসেলের বাবা পিন্টু রহমান, বিশেষ অতিথি দিপু খন্দকার এবং মান্দা এনসিপির সংগঠক ও জুলাইয়ের রাজ-কারাবন্দী রাজু। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এন সি পি মান্দা উপজেলা শাখার অন্যতম সংগঠক সেলিম হোসেন।
কালের সমাজ/ ম./সাএ
আপনার মতামত লিখুন :