পিরোজপুর সদর উপজেলার পূজা মণ্ডপগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোঃ মঞ্জুর মোর্শেদ আলম।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি পৌর এলাকার পালপাড়া, রাজারহাট ও কালিবাড়ী মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।
ডিআইজি মঞ্জুর মোর্শেদ বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বরং এটি আমাদের সামগ্রিক সংস্কৃতির একটি অংশ। ঝাঁকঝমকপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের পূজা উদযাপিত হচ্ছে, যা অসাম্প্রদায়িক বাংলাদেশেরই প্রতিচ্ছবি।”
পূজা মণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক, পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, ঝালকাঠি জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সদর থানার ওসি মোঃ রবিউল ইসলামসহ পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/ না.তা./ সাএ
আপনার মতামত লিখুন :