ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সেলিমুজ্জামান

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৭:২৮ পিএম মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সেলিমুজ্জামান

গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছেন। তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে মন্দির কমিটির হাতে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন।

সেলিমুজ্জামান বলেন, “হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের মানুষই আমরা বাংলাদেশি। মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ব।”

মঙ্গলবার সকাল থেকে তিনি প্রথমে খান্দরপাড় বাজার সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করেন। বিভিন্ন পূজা মণ্ডপে উপস্থিত জনতার উল্লাস ও উলুধ্বনির মধ্য দিয়ে তাকে বরণ করা হয়।

প্রথম দিনে রাত ১টা পর্যন্ত তিনি দিগনগর, রাঘদী, গোহালা ও বাটিকামারী ইউনিয়নের প্রায় ২৫–৩০টি মণ্ডপ পরিদর্শন করেন। দ্বিতীয় দিনে তিনি খান্দারপাড়, বহুগ্রাম ও কাশিয়ানী উপজেলার রাজপাট ও হাতিয়ারা ইউনিয়নের ২০টি মণ্ডপ পরিদর্শন করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত তিনি হঠাৎ বৃষ্টির কারণে রাহুথৈড় বাজার সর্বজনীন দুর্গাপূজা মন্দিরে আটকা রয়েছেন।

বৃষ্টি কমলে তিনি উজানী, কাশালিয়া, ননীক্ষীর ও জলীরপাড়ের আরও কয়েকটি মণ্ডপ পরিদর্শনের পরিকল্পনা করছেন। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

কালের সমাজ // র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!