ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

শাপলা প্রতীক না দেওয়ায় নির্বাচন কমিশনকে সারজিস আলমের সমালোচনা

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৮:৫০ পিএম শাপলা প্রতীক না দেওয়ায় নির্বাচন কমিশনকে সারজিস আলমের সমালোচনা

নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানালেও প্রতীক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি অভিযোগ করেছেন, শাপলা প্রতীক না দেওয়ার মাধ্যমে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণ করেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

সারজিস আলম লেখেন, “নির্বাচন কমিশন স্বীকার করেছে, এনসিপি নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে। সে জন্য কমিশনকে ধন্যবাদ। তবে শাপলা প্রতীক না দেওয়ার ক্ষেত্রে কোনো অদৃশ্য শক্তির প্রভাবে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও প্রতীক নিয়ে এই টালবাহানা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছ থেকে কাম্য নয়।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি, নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নিজেদের স্বচ্ছতা ও সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করবে না।”

কালের সমাজ // র.ন

Side banner

রাজনীতি বিভাগের আরো খবর

Link copied!