ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

সংবিধান অনুযায়ী দেশে “সংখ্যালঘু” শব্দের কোনো অস্তিত্ব নেই: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৩:১৬ পিএম সংবিধান অনুযায়ী দেশে “সংখ্যালঘু” শব্দের কোনো অস্তিত্ব নেই: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সংস্কৃতিরও অংশ। সংবিধান অনুযায়ী দেশে সংখ্যালঘু শব্দের কোনো অস্তিত্ব নেই। সকল ধর্ম-বর্ণের নাগরিক সমান অধিকারভোগকারী।”

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আমীর খসরু আরও বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ সীমানায় জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি ও ইতিহাস নির্বিশেষে সবাই সমান নাগরিক। সংবিধান অনুযায়ী সবাই সমান অধিকার ভোগ করে, তাই ‘সংখ্যালঘু’ ধারণা সাংঘর্ষিক।”

তিনি শৈশবের স্মৃতিচারণ করে বলেন, “আমরা ছোটবেলায় সীমিত মণ্ডপে যেতাম, তবে উৎসবমুখর পরিবেশে অংশ নিতাম। আগামীর বাংলাদেশে আমরা সবাই সমানভাবে সাংবিধানিক অধিকার ভোগ করব এবং ধর্মীয় উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপন করব।”

দলের নীতি প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন—‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। এটি কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং সাংবিধানিক অধিকার ও নীতি থেকে বলা হয়েছে।”

এর আগে তিনি চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন, যার মধ্যে শুলক বহর ওয়ার্ড, আদর্শ পাড়া মুরাদপুর মন্দির, লালখান বাজার হাইওয়ে মোড় ও হাসপাতালের পাশে লোকসেড গেট পূজামণ্ডপ রয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি সভাপতিত্ব করেন।

কালের সমাজ // র.ন

Side banner

রাজনীতি বিভাগের আরো খবর

Link copied!