ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

রূপালী ব্যাংকের নিজস্ব মোবাইল ব্যাংকিং সেবা “রূপালীক্যাশ” উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:৪৩ পিএম রূপালী ব্যাংকের নিজস্ব মোবাইল ব্যাংকিং সেবা “রূপালীক্যাশ” উদ্বোধন

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর নিজস্ব মোবাইল ব্যাংকিং ব্র্যান্ড “রূপালীক্যাশ” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম এ সেবার উদ্বোধন করেন।

২০১৬ সালে ‘শিওরক্যাশ’ নামে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালুর পর রূপালী ব্যাংক সারাদেশে উপবৃত্তি, ভাতা বিতরণ, ভর্তুকি, ইউটিলিটি বিল প্রদানসহ নানা সেবা দিয়ে আসছে। তবে এবার নিজস্ব ব্র্যান্ড “রূপালীক্যাশ” চালুর মাধ্যমে গ্রাহকরা আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী রেটে লেনদেনের সুযোগ পাবেন। বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংকই একমাত্র প্রতিষ্ঠান, যারা নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সুবিধা দিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, “দায়িত্ব নেয়ার পর থেকেই লক্ষ্য ছিল প্রযুক্তিতে শীর্ষে পৌঁছানো। আমাদের আইটি টিমের প্রচেষ্টায় রূপালী ব্যাংক আজ সেই পথে আরেক ধাপ এগোল।”

“রূপালীক্যাশ”-এ ই-কেওয়াইসি ভিত্তিক অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ওয়ালেট টু ওয়ালেট ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স ও লেনদেন স্টেটমেন্ট, বেতন প্রদান ও গ্রহণ, মোবাইল রিচার্জ ও মার্চেন্ট বিল পরিশোধের সুবিধা রাখা হয়েছে। এছাড়া রূপালী ব্যাংকের হিসাব থেকে রূপালীক্যাশে টাকা স্থানান্তরের ক্ষেত্রে গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে না।

অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদসহ বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তা, অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম ও জয়ন্ত কুমার ভৌমিক উপস্থিত ছিলেন। এ ছাড়া রূপালী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

কালের সমাজ // র.ন

Side banner

করপোরেট কর্নার বিভাগের আরো খবর

Link copied!