ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

কয়রায় উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা | সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৫:৪৮ পিএম কয়রায় উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খুলনা জেলা যুবদলের আয়োজনে কয়রা উপজেলা যুবদলের উপজেলা ভিত্তিক যুব সমাবেশ সফল করার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ মোতাসিম বিল্ল্যাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল মীর, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন।

এ ছাড়াও জেলা ও উপজেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন হাবিবুন নবী পীর আলী, বশির আহমেদ শাহিন, এমডি জাকারিয়া হোসেন, প্রভাষক মফিজুল ইসলাম, এস এম নাসির উদ্দীন, কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইছানুর রহমান, আকবার হোসেন, আসাদুল ইসলাম, ইউনুস আলী, আনারুল ডাবলু, হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, সরদার মাসুদ, দেলোয়ার হোসেন, আহাদুর রহমান লিটন, আছাফুর রহমান, জুয়েল, লিটু প্রমুখ।

সভায় আগামী উপজেলা ভিত্তিক যুব সমাবেশ সফল করার জন্য কার্যক্রম পরিকল্পনা ও দায়িত্ববণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কালের সমাজ // র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!