ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ১, ২০২৫, ০২:২০ পিএম ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট

শারদীয় দুর্গাপূজার চার দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশের মানুষের গ্রামের পথে রওনা হওয়ায় ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি প্রায় ১৯ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে গেছে। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশেও যানবাহন ধীরগতিতে চলছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ছুটির চাপ এবং বৈরী আবহাওয়ার কারণে সড়কে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ির চাপ সৃষ্টি হয়েছে। ফলে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

যাত্রীরা বলেন, পূজার ছুটি শুরু হওয়ায় সবাই গ্রামের বাড়ি যাচ্ছেন। সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যাওয়া আধাঘণ্টার কাজ হলেও আজ সেখানে তিন-চার ঘণ্টা সময় লাগছে। বাসযাত্রী তানিয়া আক্তার বলেন, “এ বছর যানজট এত ভয়াবহ যে, কখন পৌঁছাতে পারব তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”

ঢাকা-সিলেট মহাসড়কেও একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে। ভৈরব, নরসিংদী ও আড়াইহাজার অংশে যানবাহন ধীরগতিতে চলছে। বাসযাত্রী সোহেল মিয়া বলেন, “সিলেট যাওয়ার জন্য সাধারণত ছয়-সাত ঘণ্টা লাগে, কিন্তু আজ সকাল থেকে রওনা হওয়ার পরও আমরা এখনও নরসিংদী পার হতে পারিনি।”

ট্রাকচালক আমিনুল ইসলাম বলেন, ঘণ্টার পর ঘণ্টা গাড়ির মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে এবং মালিকদের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানবাহনের চাপ অনেক বেশি থাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে কিছু সময় লাগছে, তবে একাধিক টিম কাজ করছে এবং আশা করা যাচ্ছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

 

কালের সমাজ/ সাএ

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!