ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

মনোনয়নপত্র প্রত্যাহার কারণ জানালেন তামিম

ক্রীড়া প্রতিবেদক | অক্টোবর ১, ২০২৫, ০২:৩৪ পিএম মনোনয়নপত্র প্রত্যাহার কারণ জানালেন তামিম

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। শুধু তিনি নয়, তার সঙ্গে আরও ১৪-১৫ জন প্রার্থীও তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

মনোনয়ন প্রত্যাহার করার পর তামিম বলেন, “নির্বাচনটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার মধ্যে হচ্ছে না। এটা আসলে কোনো নির্বাচনই নয়। আমরা নোংরামির অংশ হতে চাই না। বাংলাদেশ ক্রিকেট এবং ভক্তরা এরকম কিছু ডিজার্ভ করে না।”

তিনি আরও উল্লেখ করেন, “মনোনয়ন প্রত্যাহারকারীর বেশিরভাগই নিজের জায়গা থেকে প্রভাবশালী এবং শক্তিশালী ভোট ব্যাংকের প্রত্যাশী। আমাদের প্রতিবাদ এই যে, আমরা এই নোংরামিতে থাকতে পারব না।”

বিসিবি নির্বাচনে আজ মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন:
১. তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস)
২. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র)
৩. মাসুদুজ্জামান (মোহামেডান)
৪. সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স)
৫. মির হেলাল (চট্টগ্রাম জেলা)
৬. সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি)
৭. ইসরাফিল খশরু (এক্সিউম ক্রিকেটার্স)
৮. সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ)
৯. তৌহিদ তারেক (পাবনা)
১০. অসিফ রাব্বানী (শাইনপুকুর)
১১. সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩)
১২. ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)
১৩. ফাহিম সিনহা (সুর্যতরিণ)
১৪. সাইফুল ইসলাম সপু (গুপিবাগ ফ্রেন্ডস)
১৫. ওমর শরীফ মোহাম্মদ ইমরান (বাংলাদেশ বয়েজ) ।

 

কালের সমাজ/ সাএ

 

Side banner
Link copied!