এশিয়া কাপের এবারের আসরে শিরোপা জিতেছে ভারত। তবে পুরস্কার বিতরণী মঞ্চে ট্রফি তুলতে দেখা যায়নি দলটিকে। কারণ হিসেবে উঠে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান ও এসিসি সভাপতি মহসীন নাকভির উপস্থিতি। সেই সময় অনুষ্ঠানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও ছিলেন।
পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, “বোর্ডের সঙ্গে এসিসির আলোচনা চলছে। কিছুক্ষণ পরেই মিটিং শুরু হবে, আমি সেখানেও থাকব। যারা জয়ী হয়েছে, তাদের কাছে ট্রফি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।”
ভারতের ট্রফি না নেওয়া প্রসঙ্গে বুলবুল আরও বলেন, “এখানে কিছু বিষয় আছে, যেগুলো হয়তো প্রকাশ্যে বলা সম্ভব নয়। তবে ঘটনা হলো—ভারত চ্যাম্পিয়ন, পাকিস্তান রানার্সআপ। প্রেজেন্টেশনে একটি দল দেরি করছিল। পরে একটা সমঝোতা হয়, আর তারা চ্যাম্পিয়ন ট্রফি নিতে আগ্রহী হয়নি।”
শুধু এশিয়া কাপের ফাইনাল নয়, বাংলাদেশের সুযোগ হাতছাড়া নিয়েও আক্ষেপ করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, “সত্যি বলতে, প্রথমে খারাপ লাগছিল যে এই ম্যাচটা আমাদের খেলার কথা ছিল। আমরা দ্বিতীয় রাউন্ডে যেভাবে উঠেছিলাম আর শ্রীলঙ্কাকে হারিয়েছিলাম, তার পর ইন্ডিয়া ও পাকিস্তানের ম্যাচ দুটোও আমাদের জেতা উচিত ছিল। যদিও পারিনি, তবে আফসোস নেই।”
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :