ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

চোখের জলে দেবীদুর্গার বিদায় , চলছে প্রতিমা বিসর্জন

ধর্ম ডেস্ক | অক্টোবর ২, ২০২৫, ০৬:৪৩ পিএম চোখের জলে দেবীদুর্গার বিদায় , চলছে প্রতিমা বিসর্জন

বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর থেকে রাজধানীসহ সারাদেশের নদী, পুকুর ও জলাশয়ে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

ঢাকায় বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ নদীর ১০টি ঘাটে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে। নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।

 

একইসঙ্গে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে দুপুরের পর থেকেই ভক্ত, পূজারি ও সাধারণ দর্শনার্থীদের ভিড় দেখা যায়। জয়ধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানো হয়। কক্সবাজার সৈকতেও ছিল একই আবহ।

 

রাজশাহী, সিলেট, খুলনা, রাঙামাটি ও অন্যান্য জেলাতেও প্রতিমা বিসর্জনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

এর আগে সকালে বিভিন্ন মণ্ডপে পূজারী ও ভক্তরা অঞ্জলির মাধ্যমে দেবীর কাছে রোগমুক্তি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। দশমীর পূজার পর দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে বরণ শেষে সিঁদুর খেলায় অংশ নেন নারী পূজারীরা। শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জন স্থলে। তখন ঢাক-ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ।

 

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আশ্বিন মাসের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মর্ত্যে কন্যারূপে অবস্থান করেন দেবী দুর্গা। প্রতিমা নিমজ্জনের মাধ্যমে মর্ত্যে তাঁর সফর শেষ হয় এবং তিনি ফিরে যান কৈলাসে।

 

Side banner
Link copied!