ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

জাতীয় বেতন কমিশনের চার প্রশ্নমালা, মতামত দেওয়া যাবে অনলাইনে

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৬:১৯ পিএম জাতীয় বেতন কমিশনের চার প্রশ্নমালা, মতামত দেওয়া যাবে অনলাইনে

নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য চারটি প্রশ্নমালা তৈরি করেছে জাতীয় বেতন কমিশন, ২০২৫। আগ্রহী ব্যক্তিবর্গ, চাকরিজীবী, প্রতিষ্ঠান এবং সমিতি/অ্যাসোসিয়েশন এসব প্রশ্নমালা অনলাইনে পূরণ করে মতামত দিতে পারবেন। সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৫ অক্টোবর পর্যন্ত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় বেতন কমিশনের সদস্যসচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিকীর স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ন্যায়সংগত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের জন্য চারটি ভিন্ন ধরনের প্রশ্নমালা তৈরি করা হয়েছে—চাকরিজীবীদের জন্য একটি, সর্বসাধারণের জন্য একটি, প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন/সমিতির জন্য একটি। যে কেউ কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd -এ গিয়ে এগুলো অনলাইনে পূরণ করতে পারবেন।

অ্যাসোসিয়েশন বা সমিতির পক্ষ থেকে কেউ কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে প্রথমে নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে তা জানাতে হবে।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই সরকার ২৩ সদস্যের ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে। কমিশন বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে। প্রতিটি সরকারি কর্মচারীর পরিবারের ছয়জন সদস্যকে ধরে আর্থিক ব্যয় হিসাব করার নির্দেশনা রয়েছে।

কমিশন প্রথম সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!