ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় চালু হতে পারে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অনলাইন ডেস্ক | সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৪:২৫ পিএম যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় চালু হতে পারে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, তবে যেকোনো সময় তা পুনরায় চালু করা হতে পারে। তিনি স্পষ্ট করে জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কিংবা তাদের নিবন্ধনও বাতিল করা হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, “কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারছে না। তবে তারা এখনো বৈধ রাজনৈতিক দল হিসেবেই রয়েছে।”

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত জানাতে পারবে। কারণ নির্বাচন পরিচালনার দায়িত্ব তাদের হাতে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সমর্থক আছে, তবে তারা দাবি করে যে লাখ লাখ সমর্থক রয়েছে—এটা বাস্তবতা নয়। তাদের সমর্থকেরা সাধারণ ভোটার হিসেবেই ভোট দিতে পারবেন, তবে নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক থাকবে না।

ড. ইউনূস অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও তারা কখনো প্রকৃত রাজনৈতিক দল হিসেবে আচরণ করতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, কর্মকাণ্ডের দায় স্বীকার করেনি এবং সবসময় অন্যদের ওপর দোষ চাপিয়েছে।

উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর প্রকাশিত ওই সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!