ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

আজ বিজয়া দশমী, দেবী দুর্গার বিসর্জন

ধর্ম ডেস্ক | অক্টোবর ২, ২০২৫, ১১:৫২ এএম আজ বিজয়া দশমী, দেবী দুর্গার বিসর্জন

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সমাপ্তি হচ্ছে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে। প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই শারদীয় আয়োজন।

দিনের শুরুতে সারাদেশের পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এরপর সম্পন্ন হবে দর্পণ বিসর্জন ও দেবীর বিদায় প্রক্রিয়া।

প্রথা অনুযায়ী, স্থানীয় সুবিধা অনুযায়ী বিকেল থেকে রাত পর্যন্ত শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। শাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা দোলায় আরোহণ করে কৈলাসে ফিরে যান।

ধর্মীয় বিশ্বাসে, বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মানুষের অন্তরের নেতিবাচক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা, লোভসহ সব অসুরিক প্রবণতাকে বিসর্জন দিয়ে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠা করা।

দেবীর বিদায়ের আগে মণ্ডপে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। নারীরা দেবীর চরণে সিঁদুর নিবেদন করে নিজেদের সিঁথিতে ধারণ করবেন স্বামীর মঙ্গল কামনায়। এরপর পরস্পরকে সিঁদুর পরিয়ে রঙে রাঙিয়ে তুলবেন তারা। এ আয়োজনে থাকবে পান-মিষ্টি বিতরণও।

সবশেষে দেবীর প্রতি শেষবারের মতো আরাধনা জানিয়ে শেষ হবে দুর্গোৎসবের মহাসমারোহ।

 

কালের সমাজ/এ.জে

Side banner
Link copied!