ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে যুক্ত হলেন ইসির আরও তিন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৪:৫২ পিএম জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে যুক্ত হলেন ইসির আরও তিন কর্মকর্তা

বিতর্কিত গত তিন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ওঠা অভিযোগ পর্যালোচনা এবং ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে গঠিত জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে নতুন করে তিন কর্মকর্তাকে যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ইসি সূত্রে জানা যায়, এর আগে তদন্ত কমিশনে চার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তাদের মধ্যে তিনজনের দপ্তর পরিবর্তন হওয়ায় নতুন করে তিন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুনভাবে দায়িত্ব পাওয়া কর্মকর্তারা হলেন—ইসি সচিবালয়ের উপসচিব মো. আব্দুল মমিন সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মো. হেলাল উদ্দিন খান।

তারা আগের তিন কর্মকর্তার জায়গায় কাজ করবেন। আগে দায়িত্বে ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাসানুজ্জামান, ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ এনামুল হক।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!