খুলনার কয়রায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের শ্যামল কয়ালের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আগুন নেভানোর আগেই ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সবই পুড়ে ছাই হয়ে যায়।
প্রতিবেশী রবিন্দ্রনাথ কয়াল জানান, পূজার আনন্দে সবাই ব্যস্ত থাকা অবস্থায় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেই সময় শ্যামলের বৃদ্ধ বাবা-মা ঘরে ছিলেন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা সম্ভব হলেও ঘরবাড়ি পুরোপুরি পুড়ে গেছে।
ভুক্তভোগী শ্যামল কয়াল বলেন, “আমার তিল তিল করে গড়া স্বপ্ন মুহূর্তে সব শেষ হয়ে গেল। শুধু পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারিনি। এখন কোথায় থাকবো, কী খাবো বুঝে উঠতে পারছি না।”
ফায়ার সার্ভিস কয়রা স্টেশনের কর্মকর্তা মোঃ আঃ সালাম জানান, দুর্গম এলাকা হওয়ায় দ্রুত পৌঁছানোর পরও বাড়ির অধিকাংশ অংশ আগুনে পুড়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিস সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :