ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

ফটিকছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার

ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি | সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৫:৩১ পিএম ফটিকছড়িতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়হাট ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার। সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রথম সপ্তমীর দিন তিনি নারায়নহাটের ৩ নম্বর ওয়ার্ডের নেপচুন চা বাগানের নিজপাড়া গ্রামের পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন।

এ সময় তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। আপনাদের পাশে সার্বক্ষণিকভাবে বিএনপি থাকবে। কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নেতাকর্মীরা পূজা উদযাপনে কোনো সমস্যা না হতে দেন। যেকোনো সমস্যার ক্ষেত্রে যোগাযোগের জন্য মনিটরিং সেলের লিফলেট ও ব্যানার সরবরাহ করা হয়েছে, সেখান থেকে যোগাযোগের নম্বর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। আপনাদের পূজা নির্বিঘ্নে উদযাপনে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। ভয়ের কোনো কারণ নেই।”

তিনি আরও বলেন, “আমরা যেমন মুসলমানরা বাংলাদেশের নাগরিক, আপনারাও তেমনি এ দেশের নাগরিক। আমাদের অধিকার যেমন রয়েছে, আপনাদের অধিকারও সমানভাবে রয়েছে। তাই ধর্মীয় উৎসব পালনে কোনো বাধা-বিপত্তি সৃষ্টি করা সমীচীন নয়। আপনারা আপনাদের মত করে শারদীয় দুর্গাপূজা উদযাপন করবেন।”

কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার নেপচুন চা বাগান থেকে নন্দীবাড়ি দুর্গা মন্দির, চাঁদপুর দুর্গা মন্দির, ভূজপুর ইউনিয়নের শ্রীশ্রী শ্মশান কালী মন্দির, শ্রীশ্রী রক্ষা কালী জগন্নাথ লোকনাথ মন্দির, ভূজপুর কেন্দ্রীয় পূজা মণ্ডপসহ মোট ৯টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপস্থিত ছিলেন সারোয়ার মফিজ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ নজরুল ইসলাম, বোরহানউদ্দিন মেম্বার, নুরুল ইসলাম তালুকদার, পেয়ারুল ইসলাম, কামাল উদ্দিন, ডা. আবুল কালাম রুবেল, লোকমান মেম্বার, শহিদুল ইসলাম শহীদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

কালের সমাজ // র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!