বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৬ বছরের লড়াইয়ের পর অশুভ শক্তিকে বিদায় দেওয়া গেলেও এটি সম্পূর্ণ বিনাশ হয়নি। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে অসুরের সঙ্গে লড়াই হয়েছে, কিন্তু এখনও এটি সম্পূর্ণ বিনাশ হয়নি বলে আমি মনে করি।”
তিনি আরও জানান, বিএনপি রাজনীতিতে ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। তিনি বলেন, “সব নাগরিককে একত্রিত করে রাজনীতি করা বিএনপির নীতি। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি চাই না। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হলো সকল নাগরিকের সমন্বয়।”
সিনিয়র নেতা আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজিত করার চেষ্টা করছে এবং সামাজিক অনৈক্য সৃষ্টি করছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “সবাই এখন নির্বাচন চায়। যারা নির্বাচনের পথে বাঁধা দেয়ার চেষ্টা করবে, জনগণ তাদের চিহ্নিত করে রাজনৈতিকভাবে প্রতিহত করবে। কিছু মহল ভোট বিলম্বিত করতে নানা ইস্যু তৈরি করছে, তবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”
কালের সমাজ // র.ন
আপনার মতামত লিখুন :