ঢাকা শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৮:১৪ পিএম ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের মাধ্যমে ঢাকার সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে ভারত। তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটবিহীন প্রতিটি নির্বাচনে ভারতের সমর্থনই এই পরিস্থিতি সৃষ্টি করেছে। ফলস্বরূপ, ক্ষতি হয়েছে শুধু বাংলাদেশেরই নয়, ভারতেরও।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে বাংলাদেশের একটি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে মির্জা ফখরুল এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘রাজনীতি থেকে দূরে সরে গিয়ে ষড়যন্ত্র করলে ক্ষতি inevitable। আওয়ামী লীগও নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেই ক্ষতি করেছে। অন্য কাউকে কিছু করার প্রয়োজন পড়েনি।’

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক পুনঃস্থাপনের ক্ষেত্রে ভারতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতে ভারতের উচিত কেবল বড় দাদা হিসেবে নয়, বন্ধু হিসেবে সমস্যা সমাধানে এগিয়ে আসা। বিএনপি সব দেশের সঙ্গেই বন্ধুত্ব করতে চায়। তবে ভারতের ক্ষেত্রে এটি নির্ভর করবে তারা কতটা আমাদের সঙ্গে সমন্বয় করতে প্রস্তুত।’

মির্জা ফখরুলের মতে, ‘আমরা সব দেশের সঙ্গে যোগাযোগ রাখছি, যাচ্ছি, আসছি। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নয়ন সম্পূর্ণ তাদের নীতি ও মনোভাবের ওপর নির্ভর করছে।’

কালের সমাজ // র.ন

Side banner

রাজনীতি বিভাগের আরো খবর

Link copied!