ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

কয়রায় যুবদলের সমাবেশ সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা | অক্টোবর ১৪, ২০২৫, ০৬:৩৯ পিএম কয়রায় যুবদলের সমাবেশ সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫ অক্টোবর কয়রায় যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে কয়রা উপজেলা যুবদল এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শরিফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সাংগঠনিক টিমের আহ্বায়ক রুবেল মীর। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সাংগঠনিক টিমের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শোভন।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন কয়রা উপজেলা যুবদলের সদস্য সচিব মোতসিম বিল্লাহ। এসময় বক্তব্য রাখেন যুবদল নেতা হাবিবুন্নবী, পীরআলী, জাকারিয়া আহমেদ, নাসির উদ্দীন, ইহছানুর রহমান, মাসুদুর রহমান, দেলোয়ার হোসেন, আহাদুর রহমান লিটন ও আনারুল ইসলাম ডাবলুসহ অন্যরা।

সভায় জানানো হয়, আসন্ন ১৫ অক্টোবরের সমাবেশ সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কয়রার সাতটি ইউনিয়নের যুবদল, বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে সমাবেশটি জনসমুদ্রে রূপ নেবে বলে আশা করা হচ্ছে।

সমাবেশ উপলক্ষে এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও প্রচারণা অব্যাহত রয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে মতবিনিময় সভা ও কর্মী সমাবেশের আয়োজন করা হচ্ছে।

সভায় বক্তারা সমাবেশ সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

কালের সমাজ/  সাএ

 

Side banner
Link copied!