ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

রাজধানীতে বোরকা পরে এসে দোকানের তালা কেটে ৫০০ ভরি সোনা চুরি

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ৯, ২০২৫, ১২:২৬ পিএম রাজধানীতে বোরকা পরে এসে দোকানের তালা কেটে ৫০০ ভরি সোনা চুরি

রাজধানীর মালিবাগে একটি শপিংমলের জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বোরকা পরিহিত দুই ব্যক্তি গভীর রাতে দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করেন এবং বিপুল পরিমাণ সোনা লুট করে নিয়ে যান।

ঘটনাটি ঘটে বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে মালিবাগের মৌচাক মোড়ে অবস্থিত ফরচুন শপিংমলে। বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানান, তার দোকান ‘শম্পা জুয়েলার্স’-এ প্রায় ৪০০ ভরির স্বর্ণালংকার এবং আরও ১০০ ভরির বন্ধকি সোনা, পাশাপাশি ৪০ হাজার টাকা নগদ রাখা ছিল। তিনি বলেন, “বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে দারোয়ান ফোন দিয়ে জানায় দোকানের তালা ভাঙা। এসে দেখি কিছুই নেই।”

তিনি চুরির ঘটনায় শোক প্রকাশ করে জানান, বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ বলছে, দোকানের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে চোরচক্রের পরিচয় শনাক্তের কাজ চলছে।

উল্লেখ্য, এর আগে গত রোববার (৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি সোনা ও পৌনে তিন লাখ টাকা চুরি হয়েছিল। দুটি ঘটনার মধ্যে মিল থাকায় পুলিশ বিষয়টি একই সংঘবদ্ধ চক্রের কাজ হতে পারে বলে সন্দেহ করছে।

 

কালের সমাজ/ সাএ

 

Side banner
Link copied!