মিরপুরের রূপনগর, শিয়ালবাড়ী এলাকায় মঙ্গলবার (১৪ অক্টোবর) একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও ২টি ইউনিট যোগ করা হয়। মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুটি প্রতিষ্ঠানেই আগুন লেগেছে—একটি সাততলা পোশাক কারখানা, আর অন্যটি রাসায়নিকের গুদাম। পোশাক কারখানার চতুর্থ তলায় আগুন লাগলেও সেটি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। তবে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে আনা এখনও চলমান।
তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন, এবং আশপাশের এলাকায় থাকা মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কালের সামজ/ সাএ
আপনার মতামত লিখুন :