ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথমবার অংশ নিল বাংলাদেশ

প্রবাস ডেস্ক | সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:১৫ এএম মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথমবার অংশ নিল বাংলাদেশ

মালয়েশিয়ার সাবাহ প্রদেশের রাজধানী কোটাকিনাবালুতে অনুষ্ঠিত হলো “সাবাহ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড এক্সপো ২০২৫ (SITE 2025)”। এ আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশ অংশগ্রহণ করেছে।

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর সাবাহ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (SICC) আয়োজন করে ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ (FSI)।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় মেলার উদ্বোধন করেন সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার ও ওয়ার্কস মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া। উদ্বোধনের পর তিনি বিভিন্ন দেশের স্টল ঘুরে দেখেন এবং বিশেষভাবে বাংলাদেশের বুথে উপস্থিত হন।

বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এই স্টলে অংশ নেয় দেশের অন্যতম শীর্ষ খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ।

বাংলাদেশের বুথে অতিথিদের স্বাগত জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। তিনি প্রদর্শিত বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য সম্পর্কে অতিথিদের অবহিত করেন এবং সাবাহ রাজ্যে বাংলাদেশের প্রসিদ্ধ পণ্যের বাজার সম্প্রসারণে সহযোগিতা কামনা করেন।

ডেপুটি চিফ মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে। তিনি প্রাণের পণ্যসহ বাংলাদেশি রপ্তানিপণ্যের মানেরও প্রশংসা করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং প্রাণ প্রতিনিধিকে সম্মাননা সনদ প্রদান করেন।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!