ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

শেরপুরে গারো পাহাড়ে আনারস চাষে স্বাবলম্বী কৃষকরা

কালের সমাজ | শেরপুর প্রতিনিধি: মে ১১, ২০২৫, ০১:৫১ পিএম শেরপুরে গারো পাহাড়ে আনারস চাষে স্বাবলম্বী কৃষকরা

শেরপুরের গারো পাহাড়ে জলডুবি জাতের আনারস চাষ করে স্বাবলম্বী হচ্ছেন পাহাড়ি কৃষকরা। ধান ও আদার মতো ফসল যেখানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে পড়ে, সেখানে আনারস চাষে লাভ বেশি এবং ঝুঁকি কম হওয়ায় দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে।


ঝিনাইগাতী উপজেলার কৃষক জমশন ম্রং জানান, ২০ হাজার চারা রোপণে তার খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা, লাভের আশা দ্বিগুণ। কৃষি উদ্যোক্তা আশরাফুল আলম আট একর জমিতে চাষ করছেন দুই লাখ চারা। কৃষক সুব্রত জানান, আগের সফলতায় তিনি আবার চাষে নেমেছেন।


আনারস চাষে স্থানীয় নারী-পুরুষ শ্রমিকদের কর্মসংস্থানও তৈরি হয়েছে। শ্রীবরদী ও নালিতাবাড়ীতেও এই চাষ ছড়িয়ে পড়ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, পাহাড়ি এলাকার মাটি ও আবহাওয়া এই চাষের জন্য উপযোগী, যা শেরপুরকে আনারস উৎপাদনের সম্ভাবনাময় অঞ্চলে পরিণত করছে।


কালের সমাজ//এসং//র.ন

Side banner