ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক মে ৫, ২০২৫, ১০:১৮ এএম গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন

গাজীপুরের জয়দেবপুর থানার মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচ সদস্যের সবাই মারা গেছেন। সর্বশেষ রোববার (৪ মে) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ বছর বয়সী শিশু তানজিলা।


তীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতদের মধ্যে রয়েছেন—সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা (১০)। তারা সবাই এক পরিবারের সদস্য।


চিকিৎসক শাওন বিন রহমান জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে একইদিন সকালে মারা যান পারভিন আক্তার, যিনি ৩২ শতাংশ দগ্ধ হয়েছিলেন।


গত সপ্তাহে একে একে মারা যান পরিবারের অন্য সদস্যরাও। শনিবার (৩ মে) মারা যায় শিশু আয়ান। এর আগে সোমবার (২৮ এপ্রিল) মৃত্যুবরণ করেন সিমা আক্তার, যিনি ৯০ শতাংশ দগ্ধ ছিলেন। আর মঙ্গলবার (২৯ এপ্রিল) মারা যান পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা বেগম, যিনি ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিলেন।


গেল শনিবার সন্ধ্যা সাতটার দিকে মোগলখাল এলাকায় গৃহস্থালি কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এই দুর্ঘটনা ঘটে। রাত পৌনে ১১টার দিকে গুরুতর দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর