ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ছদ্মবেশে বরিশাল বিআরটিএ অফিসে দুদকের অভিযান

কালের সমাজ | গাজী আরিফুর রহমান , বরিশাল ব্যুরো মে ৭, ২০২৫, ০৬:৪৪ পিএম ছদ্মবেশে বরিশাল বিআরটিএ অফিসে দুদকের অভিযান

ছদ্মবেশে বরিশাল বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটককৃত দালাল সঞ্জীব কুমার দাস (৪৪) বরিশাল নগরীর দপ্তরখানা এলাকার বাসিন্দা।


বুধবার (৭ মে) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নিচ তলায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিস থেকে তাকে আটক করা হয়।


এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক রবিউল হাসান ভূঁইয়া দালাল সঞ্জীবকে এক মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেন।


সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে  দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা বলেন , সেবাগ্রহিতাদের কাছ থেকে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের সত্যতা জানতে ছদ্মবেশে দুদকের কর্মকর্তা দুটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে বিআরটিএতে আসেন। তখন তার কাছে দালাল সঞ্জীব দুটি ড্রাইভিং লাইসেন্স করে দেয়ার বিনিময়ে ২১ হাজার টাকা দাবি করেন। এসময় সঞ্জীবকে আটক করা হয়। তার সঙ্গে বিআরটিএ অফিসের কারও সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। এরপর জড়িতদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


এদিকে একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, দুদকের অভিযানের খবরে মুহূর্তেই বিআরটিএ অফিস ফাঁকা হয়ে যায়। এসময় তরিঘড়ি করে বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীরা অফিস ছেড়ে চলে যেতে দেখা গেছে।

 

প্রসঙ্গতঃ সারাদেশে বিআরটিএ-এর ৩৫টি অফিসে বুধবার দুপুরে একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা যাচাই করতে এই অভিযান পরিচালিত হচ্ছে।

 

কালের সমাজ/ ব.প./সাএ

 

Side banner