ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

আড়াইহাজারে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল মোকাররমের

কালের সমাজ ডেস্ক | মে ১৪, ২০২৫, ০৫:৩৬ পিএম আড়াইহাজারে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল মোকাররমের

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মোকাররম মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) বিকেলে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাচঁগাঁও মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত মোকাররম মোল্লা ওই গ্রামের উকিল উদ্দিনের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।


স্থানীয়রা জানান, ঘটনার সময় এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়া চলছিল। এ সময় মোকাররম নিজের বাড়ির পাশের গাছ থেকে সখের বসে আম কুড়াতে যান। এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামাল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তারা মরদেহ দাফনের জন্য নিয়ে যান।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!