ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

কক্সবাজারে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি, কক্সবাজার | ডিসেম্বর ১০, ২০২৫, ০২:২৯ পিএম কক্সবাজারে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা

কক্সবাজারে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে ঋণগ্রস্ত হয়ে ইমরান (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এসএম পাড়ায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, ইমরান দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এ কারণে তিনি বিভিন্ন সময় স্থানীয় বহু মানুষের কাছ থেকে টাকা ধার নেন। ক্রমাগত ঋণের চাপ এবং সর্বস্ব হারানোর হতাশা থেকেই ইমরান আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা তাদের।

নিহতের এক নিকটাত্মীয় বলেন, রাতে ইমরান ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে পরিবারের লোকজন ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ফেলে। তখন তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। নিহত যুবক অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!