ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

নাইক্ষ্যংছড়িতে ভূমিধ্বস প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

কালের সমাজ ডেস্ক | মে ১৫, ২০২৫, ১১:৩১ এএম নাইক্ষ্যংছড়িতে ভূমিধ্বস প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভূমিধ্বসের ঝুঁকি হ্রাস ও আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে একটি দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন এবং সেভ দ্যা চিলড্রেন-এর সহযোগিতায়।


কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, “ভূমিধ্বস একটি বড় ধরনের দুর্যোগ, তবে পূর্ব প্রস্তুতি ও জনসচেতনতাই পারে এর ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে। এজন্য প্রশাসন, এনজিও ও জনগণকে একযোগে কাজ করতে হবে।”


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহামুদুল হাসান। তিনি বলেন, “পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে ভূমিধ্বস প্রতিরোধ সম্ভব।”


কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেন’র সিনিয়র অফিসার আবু তৈয়ব, রাইমস’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ফখরুল আবেদীন এবং সহকারী প্রকল্প কর্মকর্তা মো. আশিক উজ্জামান। তাঁরা ভূমিধ্বসের সম্ভাব্য ঝুঁকি, পূর্ব প্রস্তুতি এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরেন।


এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেন’র প্রোগ্রাম ম্যানেজার ফাতেমা মেহেরুন্নেসা, আশিকার প্রজেক্ট কো-অর্ডিনেটর সমন বিজগ, প্রজেক্ট অফিসার উক্যহাই মার্মা, মনিটরিং অফিসার উচ্ছাস চাকমা এবং ফিল্ড ফ্যাসিলিটেটর রবিনা আত্তার ও মংড়ী চাক।


কর্মশালায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সচিব, ফায়ার সার্ভিসের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।


আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে, যাতে ভবিষ্যতে পাহাড়ি এলাকায় বসবাসকারীরা আরও নিরাপদ ও সচেতন জীবনযাপন করতে পারেন।


কালের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!