ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

কয়রায় মিথ্যা মামলা ও জমি দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালের সমাজ ডেস্ক | মে ২৫, ২০২৫, ০৩:৩৪ পিএম কয়রায় মিথ্যা মামলা ও জমি দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলনার কয়রা উপজেলায় জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কয়রা ইউনিয়নের ২নং গ্রামের বাসিন্দা মরহুম মাতব্বর আলী সানার পুত্র আবুল কালাম সানা।


রবিবার (২৫ মে) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে তার চাচাতো ভাই ও প্রতিবেশী জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান সানা, রফিকুল ইসলাম সানা ও বিলু গাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।


তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষরা বারবার হুমকি, মারধর ও মিথ্যা মামলার মাধ্যমে তাকে ও তার পরিবারকে হয়রানি করছে। নিরুপায় হয়ে তিনি তার ভাইপো জাহিদকে দিয়ে গত ১১ মে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৪৬০) করেন। তবে তার পরও প্রতিপক্ষরা গায়ের জোরে পৈত্রিক জমি দখল করে ভোগদখল করছে।


আবুল কালাম সানা আরও জানান, এ বিষয়ে আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত তার পক্ষে রায় দেন। কিন্তু প্রতিপক্ষরা এখনো জমি ফেরত দেয়নি। স্থানীয়ভাবে কয়রা থানায় শালিস বৈঠক হলেও প্রতিপক্ষ কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি।


সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, গত ৭ মে তার কয়রা কৃষি ব্যাংক শাখার একটি চেক বই হারিয়ে যায়। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (নং-৬৯৪) করা হয়। চেক বইটি প্রতিপক্ষের হাতে পড়ে গেলে, সেখান থেকে একটি চেক সংগ্রহ করে জাহাঙ্গীর সানা তার বিরুদ্ধে ২০ লক্ষ টাকা পাওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠান।


তিনি এ ঘটনাকে ষড়যন্ত্রমূলক দাবি করে বলেন, উদ্দেশ্যমূলকভাবে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্যই এ ধরনের চক্রান্ত করা হচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রতিকার দাবি করেন।


কালের সমাজ//এসং//র.ন

Side banner
Link copied!