ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

উজিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কংগ্রেস অনুষ্ঠিত

কালের সমাজ ডেস্ক | জুন ১৮, ২০২৫, ০৫:২৪ পিএম উজিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কংগ্রেস অনুষ্ঠিত

বরিশালের উজিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উজিরপুর মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

 

২০২৪-২৫ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস এবং সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, আনসার ভিডিপি কর্মকর্তা রাহমাতুল বাড়ি, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. নূর হোসেন এবং ওয়ার্ল্ড ভিশনের উজিরপুর এরিয়া ম্যানেজার সিলভিয়া ডেইজি।

 

এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হুমায়ুন খান, পৌর বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম খান এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. ফাইজুল হক রাড়ী।

 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৭০ জন কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। কংগ্রেস শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

 

অনুষ্ঠানে কৃষির উন্নয়ন, পুষ্টি ও উদ্যোক্তা সৃষ্টিতে পার্টনার প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয় এবং কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।

 

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!