ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

সাইফুজ্জামানের চেক ব্যবহার করে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৭:২৩ পিএম সাইফুজ্জামানের চেক ব্যবহার করে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, কর্মকর্তা গ্রেপ্তার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনের অভিযোগে আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের কালুরঘাটে আরামিট গ্রুপের অফিস থেকে তাকে আটক করা হয়।

দুদকের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, জাহাঙ্গীর আলমকে প্রতিষ্ঠান মালিকের অনুমতি ছাড়া চেক ব্যবহার করে নগদ উত্তোলনের অভিযোগে আটক করা হয়েছে। এর সঙ্গে ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলার আসামি হিসেবেও তার নাম রয়েছে।

দুদকের চট্টগ্রাম কার্যালয় সূত্রে জানা যায়, সাইফুজ্জামানের চেক ব্যবহার করে উত্তোলিত অর্থের বিশ্লেষণ নিম্নরূপ:

  • ইসলামী ব্যাংক: ৪টি চেক, ১ কোটি টাকা

  • জনতা ব্যাংক: ৩টি চেক, ৩০ লাখ টাকা

  • সোনালী ব্যাংক: ৩টি চেক, ৩৬ লাখ টাকা

  • মেঘনা ব্যাংক: ১টি চেক, ১০ লাখ টাকা

গত ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে জাবেদ, তার স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী জাবেদের মালিকানাধীন আরামিট গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল ব্যাংকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়েছিল, যা পরে বিভিন্ন হিসাবের মাধ্যমে নগদে উত্তোলন করা হয়।

অভিযোগে বলা হয়েছে, নগদ উত্তোলনের পর আরামিট গ্রুপের হিসাবগুলোতে পে-অর্ডার ও ভাউচারের মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ৪৭১ ও ১০৯ ধারা, পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় মামলা করা হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Link copied!