জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর অবশেষে সেই রহস্যজনক ঘটনার ওপর হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে আদালতের নির্দেশে রাজধানীর রমনা থানায় এই মামলা করেন অভিনেতার মামা আলমগীর কুমকুম। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আদালত থেকে পুনঃতদন্তের নির্দেশ আসার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ মামলা দায়ের করা হয়। এজাহারে সামিরা হকের পাশাপাশি ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে। আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকেও এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে, সোমবার দুপুরে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহর মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে পুনরায় তদন্তের নির্দেশ দেন।
আদালতে শুনানিতে জানানো হয়, সালমান শাহর মৃত্যুর সময় তার শরীরে একাধিক চিহ্ন ছিল, যা স্বাভাবিক আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ঘটনাস্থল থেকে ক্লোরোফর্মের বোতল, সিরিঞ্জ ও স্ত্রী সামিরার ব্যাগে ওষুধ পাওয়া যায়। এছাড়া সিআইডি ও সিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের মধ্যে গুরুতর অসামঞ্জস্য ধরা পড়ে।
এসব বিবেচনায় আদালত মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন এবং রমনা থানাকে নতুন করে তদন্তের দায়িত্ব দেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে নিজের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। তৎকালীন সময়ে তার স্ত্রী সামিরা হক ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করেন। তবে পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই এটি হত্যা বলে অভিযোগ করা হয়।
সালমান শাহ, যার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন—মাত্র তিন বছরের অভিনয় জীবনে তিনি হয়ে ওঠেন ঢাকাই সিনেমার ইতিহাসে এক অনন্য নায়ক। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আনন্দ অশ্রু’, ‘বিচার হবে’, ‘স্বপ্নের ঠিকানা’সহ ২৭টি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন।
বাংলা চলচ্চিত্রে নবজাগরণ ঘটানো এই নায়কের অকাল মৃত্যু আজও রহস্যে ঘেরা
আপনার মতামত লিখুন :